প্যালিওজয়িক মহাযুগ( Paleozoic Era) এর শেষে আজ থেকে প্রায় ২৪৫ মিলিয়ন বছর পূর্বে মেসোজয়িক মহাযুগের শুরু। এটি শেষ হয়েছিল ৬৬ মিলিয়ন বছর পূর্বে।
মেসোজয়িক মহাযুগে উদ্ভব ও প্রাধান্য
বিস্তারকারী সরীসৃপদের Mesozoic Reptiles
বলে। যেমন- ডাইনোসর
মেসোজয়িক রেপটাইলস
