মানুষের করোটিক স্নায়ুসমূহ

You are currently viewing মানুষের করোটিক স্নায়ুসমূহ

করোটিক স্নায়ু(Cranial Nerve) – মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়ে করোটিকার বিভিন্ন ছিদ্রপথে যে সকল স্নায়ু শরীরের বিভিন্ন অঙ্গে বিস্তার লাভ করে তাদেরকে করোটিক স্নায়ু বলে। মানুষের বার জোড়া করোটিক স্নায়ুকে রোমান সংখ্যা(I–XII) দ্বারা চিহ্নিত করা হয় এবং কাজের সাথে মিল রেখে এদের নামকরণ করা হয়েছে। 

মানুষের করোটিক স্নায়ু

প্রথম দুই জোড়া স্নায়ু অলফ্যাক্টরি এবং অপটিক অগ্রমস্তিষ্ক থেকে উৎপন্ন, বাকি দশ জোড়া মধ্য মস্তিষ্ক থেকে।  শুধুমাত্র ভেগাস(vagus) স্নায়ু উদর(abdomen) পর্যন্ত বিস্তৃত, বাকিগুলো মাথা(head) এবং ঘার(neck) পর্যন্ত। কাজের প্রকৃতিভেদে এদেরকে তিন ভাগে করা হয়। যেমন- 

১। Sensory বা Afferent Nerve – এরা দেহের সংবেদী অঙ্গ(চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক)  থেকে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে(Central Nervous System) এ পাঠায়। এদেরকে  সংবেদী, অনুভূতিবাহী, সংজ্ঞাবাহী, অন্তর্বাহী স্নায়ুও বলা হয়। উদাহরণ- অপটিক স্নায়ু। 

২। Motor বা Efferent Nerve –  এরা দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা বিভিন্ন অঙ্গে পাঠায়।  এদেরকে চেষ্টীয়, বহির্বাহী, আজ্ঞাবাহী স্নায়ুও বলা হয়। উদাহরণ- অকুলোমোটর স্নায়ু। 

৩। Mixed Nerve –  এরা সংবেদী(Sensory) এবং চেষ্টীয়(Motor) উভয় ধরনের স্নায়ু নিয়ে গঠিত অর্থাৎ উভয় ধরনের স্নায়ু উদ্দীপনা  বহন করে। উদাহরণ- ভেগাস স্নায়ু।  

***(অলঅবঅক ট্রট্রাই অ্যাবফাঅড গ্লভা স্পাইহাইসবগুলো স্নায়ুর নাম সিরিয়ালি মনে রাখার জন্য)***

নিচে সংক্ষেপে বার জোড়া করোটিক স্নায়ুর নাম,  প্রকৃতি ও কাজ উল্লেখ করা হলো –

ক্রমিক নং করোটিক স্নায়ু স্নায়ুর প্রকৃতি কাজ
I অলফ্যাক্টরি  সংবেদী ঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌছানো  
II অপটিক সংবেদী দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌছানো   
III অকুলোমোটর চেষ্টীয় অক্ষিগোলকের সঞ্চালন
IV ট্রকলিয়ার চেষ্টীয় অক্ষিগোলকের সঞ্চালন
V ট্রাইজেমিনাল মিশ্র মুখমণ্ডলীয় অংশের কাজ নিয়ন্ত্রণ 
VI অ্যাবডুসেন্স চেষ্টীয়  অক্ষিগোলকের সঞ্চালন
VII ফেসিয়াল  মিশ্র মুখমণ্ডলীয় অংশের কাজ নিয়ন্ত্রণ 
VIII অডিটরি সংবেদী শ্রবণ ও দেহের ভারসাম্য রক্ষা করে 
IX গ্লসোফ্যারিঞ্জিয়াল  মিশ্র স্বাদগ্রহণ,  জিহ্বা ও গলবিল অঞ্চলের সঞ্চালন 
X ভেগাস মিশ্র ভিসেরাল অঙ্গাণুর কাজ নিয়ন্ত্রণ করে   
XI স্পাইনাল অ্যাক্সেসরি চেষ্টীয় গলবিল, স্বরযন্ত্র, মাথা ও কাঁধের পেশির সঞ্চালন
XII হাইপোগ্লোসাল  চেষ্টীয় জিহ্বার সঞ্চালন
[ I, II, VIII – সংবেদী, III, IV, VI, XI, XII – চেষ্টীয়, V, VII, IX, X – মিশ্র ]

 

Leave a Reply