কর্ডেট প্রাণীদের ভ্রুণাবস্থায় বা আজীবন পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দন্ডাকার, স্থিতিস্থাপক ও নিরেট নটোকর্ড থাকে। যে সকল প্রাণীর নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় তাদেরকে মেরুদন্ডী প্রাণী বলে।
তার মানে নটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণিজগতকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। যেমন- (ক) Non-chordata এবং (খ) Chordata
পর্বগুলোর প্রাণীর বৈশিষ্ট্যের ক্ষেত্রে কাদের ভ্রুণস্তর কত স্তর বিশিষ্ট এবং কাদের সিলোমের প্রকৃতি কেমন সেটা জানলে সুবিধা হবে বুঝতে। যেমন-
?ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী- Cnidaria পর্বের প্রাণী।
?ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী- Platyhelminthes, Nematoda, Mollusca, Annelida, Arthropoda, Echinodermata, Chordata
? Acoelomate( সিলোমবিহীন)- Porifera, Cnidaria, Platyhelminthes.
? Pseudo-coelomate(অপ্রকৃত সিলোম)- Nematoda.
? Eucoelomate(প্রকৃত সিলোম)- Mollusca, Annelida, Arthropoda, Echinodermata, Chordata.
খুবই সংক্ষেপে Non-chordata ও Chordata পর্বের প্রাণিদের বৈশিষ্ট্য (পর্ব পর্যন্ত) নিম্নে আলোচনা করা হলো।
পর্ব-১ঃ Porifera(পরিফেরা) বা ছিদ্রাল প্রাণী
[ল্যাটিন, porus=ছিদ্র+ferre=বহন করা]
★ দেহপ্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র থাকে।
★ স্পিকিউল নামক ক্ষুদ্র কাঁটা অথবা স্পঞ্জিন থাকে।
★ দেহে পানি প্রবাহের জন্য নালিতন্ত্র থাকে।
★ কোয়ানোসাইট নামক কোষ বিদ্যমান
★ নালিতন্ত্র অসক্যুলাম ছিদ্রপথে বাইরে উন্মুক্ত।
উদাহরণ- Scypha gelatinosum
পর্ব-২ঃ Cnidaria(নিডারিয়া) বা রোমকাঁটা যুক্ত প্রাণী
[গ্রীক, knide=রোমকাঁটা+ল্যাটিন aria=সংযুক্ত]
এরা সমুদ্রের Rain Forest নামে পরিচিত।
★ এরা অরীয় প্রতিসম অর্থাৎ দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইয়ের বেশি সংখ্যক সদৃশ অংশে ভাগ করা যায়।
★ ডিপ্লোব্লাস্টিক, এপিডার্মিস ও এন্ডোডার্মিস এর মাঝে অকোষীয় মেসোগ্লিয়া থাকে।
★ নিডোসাইট(cnidocyte) নামক কোষ নেমাটোসিস্ট নামক দংশন অঙ্গাণু বহন করে।
★ সিলেন্টেরন নামে পরিপাক সংবহন গহ্বর থাকে।
★ অনেক প্রজাতি বহুরুপিতা প্রদর্শন করে।
যেমন-Obelia, এদের পলিপ ও মেডুসা দশা দেখা যায়। পলিপ স্থবির ও অযৌন জননক্ষম এবং মেডুসা মুক্ত ও যৌন জননক্ষম।
উদাহরণ- Hydra vulgaris, Aurelia aurita(জেলিফিশ)
পর্ব-৩ঃ Platyhelminthes(প্লাটিহেলমিনথেস) বা চ্যাপ্টা কৃমি
[গ্রীক, platys=চ্যাপ্টা+helminth= কৃমি]
★ দেহ নরম, পাতার মতো বা ফিতার মতো লম্বা, দ্বিপার্শ্বীয় প্রতিসম।
★ দেহত্বক কিউটিকল আবৃত
★ ত্রিস্তরী কিন্তু অ্যাসিলোমেট(সিলোমবিহীন)
★ অনেকক্ষেত্রে বাহ্যিক চোষক/হুক বা উভয়ই থাকে।
★ রেচনতন্ত্র শিখা কোষ(Flame cell) নিয়ে গঠিত।
★ এরা উভলিঙ্গ এবং জীবনচক্রে অনেক ধরনের লার্ভা দশা দেখা যায়।
উদাহরণ- Fasciola hepatica, Taenia solium
পর্ব-৪ঃ Nematoda(নেমাটোডা) সুতা কৃমি বা গোল কৃমি
[গ্রীক, nematos= সুতা+eoidos=আকৃতি+helminth=কৃমি]
★ দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দুদিক সুঁচালো
★ অপ্রকৃত সিলোমেট ও অখন্ডায়িত
★ দেহ নমনীয়, ইলাস্টিন নির্মিত কিউটিকলে আবৃত।
★ পৌষ্টিকনালি নলের মতো মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত।
★ যৌন দ্বিরুপতা(Sexual dimorphism) দেখা যায়। অর্থাৎ একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, আকার, আকৃতি, গঠনগতভাবে পৃথক।
উদাহরণ- Loa loa, Trichinella spiralis
পর্ব-৫ঃ Mollusca(মলাস্কা) বা কম্বোজ প্রাণী
[ল্যাটিন, molluscus=নরম]
★ দেহ নরম, মাংসল, অখন্ডায়িত এবং ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত।
★ সাধারণত দেহ খোলকের মধ্যে থাকে।
★ প্রকৃত সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শীয় প্রতিসম এবং সুস্পষ্ট মাথা বিশিষ্ট।
★ দেহগহ্বর হিমোসিলে পরিণত।
★ মাংসল পা বিদ্যমান।
★ পৌষ্টিকনালি প্যাঁচানো।
উদাহরণ- Pila globosa, Pinctada vulgaris
পর্ব-৬ঃ Annelida(অ্যানিলিডা) বা অঙ্গুরীমাল
[ল্যাটিন, annulus=ছোট আংটি+eidos=রুপ]
Metaphire posthuma(কেঁচো)
★ দেহ লম্বা নলাকার, দ্বিপার্শীয় প্রতিসম, ত্রিস্তরী, প্রকৃত সিলোমেট।
★ প্রকৃত খন্ডকায়ন বিদ্যমান, চলন অঙ্গ হিসেবে সিটি বা পেশল প্যারাপোডিয়া থাকে।
★ রেচন অঙ্গ নেফ্রিডিয়া।
★ রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির।
★ মুখ ও পায়ুছিদ্র সম্পন্ন পৌষ্টিকনালি।
উদাহরণ- Hirudo medicinalis (জোঁক)
পর্ব-৭ঃ Arthropoda(আর্থ্রোপোডা) বা সন্ধিপদী প্রাণী
[ গ্রীক, arthros= সন্ধি+podos= পা]
Hexapod
★ সন্ধিযুক্ত উপাঙ্গবিশিষ্ট, দ্বিপার্শীয় প্রতিসম, খন্ডকায়িত ও ট্যাগমাটায় বিভক্ত।
★ মস্তকে একজোড়া বা দুজোড়া এন্টেনা ও সাধারণত একজোড়া পুঞ্জাক্ষি থাকে।
★ প্রকৃত সিলোমেট ও রক্তপূর্ণ হিমোসিল থাকে।
★ বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত।
★ পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ ও উন্মুক্ত রক্ত-সংবহনতন্ত্র বিদ্যামান।
★ রেচন অঙ্গ হিসেবে ম্যালপিজিয়ান নালিকা থাকে।
উদাহরণ- Periplaneta americana, Apis indica
পর্ব-৮ঃ Echinodermata(একাইনোডারমাটা) বা কন্টকত্বক প্রাণী
[গ্রীক, echinos=কাঁটা+derma=ত্বক]
Astropecten
★ সকল সদস্য সামুদ্রিক, দেহ কাঁটাময় ত্বকবিশিষ্ট ও অখন্ডায়িত।
★ দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত।
★ পানি সংবহনতন্ত্র ও নালিকা পদ(tube feet) থাকে।
★ রক্ত-সংবহনতন্ত্র ও রেচনতন্ত্র অনুপস্থিত।
★ একলিঙ্গ প্রাণী, নিষেক বাহ্যিক, মুক্ত সাঁতারু লার্ভা আছে।
উদাহরণ- Cucumaria planci
পর্ব- ৯ঃ Chordata(কর্ডাটা)
[ল্যাটিন, chorda=রজ্জু+ata= বহন করা]
★ ভ্রুণাবস্থায় বা আজীবন নটোকর্ড থাকে।
★ পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু(nerve chord)।
★ জীবনের যে কোন এক দশায় গলবিলীয় ফুলকারন্ধ্র(gill slits) থাকে।
★ পায়ু পরবর্তী লেজ।
উদাহরণ- Catla catla, Homo sapiens
তথ্যসূত্র-
১। জীববিজ্ঞান ২য় পত্র-গাজী আজমল ও গাজী আসমত
৩। Wikipedia