নোটপ্যাড++ ডাউনলোড ও ইন্সটলেশন

You are currently viewing নোটপ্যাড++ ডাউনলোড ও ইন্সটলেশন

নোটপ্যাড++ কি?

নোটপ্যাড++ হচ্ছে একটি ফ্রি সোর্সকোড এডিটর বা টেক্সট এডিটর। এটি খুবই হালকা এবং সহজবোধ্য, ইউজার ফ্রেন্ডলি। সি++ প্রোগ্রামিং ভাষায় লিখিত একটি বহুল ব্যবহৃত টেক্সট এডিটর যেটি বিশ্বের প্রায় ৯০টি ভাষায় পাওয়া যায়। ২০০৩ সালে শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ডন হো এটি তৈরি করেন।

উইন্ডোজ-১০ এ  নোটপ্যাড++ ডাউনলোড ও ইন্সটলেশন পদ্ধতি

উইন্ডোজ-১০ এ নোটপ্যাড++ ইন্সটল করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে-

ধাপ ০১: যে কোন ব্রাউজার থেকে নোটপ্যাড++ এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর লেটেস্ট ভার্সনের উপর ক্লিক করতে হবে। ডাউনলোড লিংক

নোটপ্যাড++ ডাউনলোড ও ইন্সটলেশন

ধাপ ০২: পরবর্তী পেজে ৬৪ বিট এবং ৩২ বিটের জন্য ইন্সটলার ফাইল আসবে। তারপর ডিভাইসের ধরণ অনুযায়ী  ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ছোট্ট একটি ফাইল অতি দ্রুত ডাউনলোড শুরু হবে।

নোটপ্যাড++ ডাউনলোড ও ইন্সটলেশন

ধাপ ০৩: ডাউনলোড করা ফাইলে ডাবল ক্লিক করলে ইন্সটল শুরু হবে।

ধাপ ০৪: এরপর ল্যাঙ্গুয়েজ সিলেকশনের অপশনে OK ক্লিক করতে হবে।

নোটপ্যাড++ ডাউনলোড ও ইন্সটলেশন

ধাপ ০৫: তারপর নেক্সট ক্লিক করতে হবে।

নোটপ্যাড++ ডাউনলোড ও ইন্সটলেশন

ধাপ ০৬: লাইসেন্স এগ্রিমেন্ট অপশন আসবে  I Agree তে ক্লিক করেত হবে।

নোটপ্যাড++ ডাউনলোড ও ইন্সটলেশন

ধাপ ০৭: পরবর্তীতে ইন্সটল লোকেশন আসবে। নেক্সট ক্লিক করতে হবে।

নোটপ্যাড++ ডাউনলোড ও ইন্সটলেশন

ধাপ ০৮: পরবর্তী ‍স্ক্রিনে কম্পোনেন্ট অপশন আসবে। কোন কিছু পরিবর্তন না করে নেক্সট বাটনে ক্লিক কেরতে হবে।

notepad++

ধাপ ০৯: তারপর Create shortcut on Desktop চেকবক্স সিলেক্ট করে ইন্সটলে ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ডে ইন্সটল সম্পন্ন হবে।

notepad++

ধাপ ১০: এরপর Finish বাটনে ক্লিক করতে হবে।

notepad++

নোটপ্যাড++ সফলভাবে ইন্সটল হবে এবং  ডেক্সটপে একটি আইকন আসবে যেখান থেকে রান করে কোডিং শুরু করা যাবে।

অভিনন্দন! আশা করি তোমরা উপরের পদ্ধতি অনুসরণ করে নোটপ্যাড++ ডাউনলোড এবং ইন্সটল করতে পারবে।

আরও সহজভাবে কাজটি করার জন্য আমার ইউটিউব চ্যানেলের ভিডিও টিউটোরিয়ালটি দেখ।

Leave a Reply